Wellcome to National Portal

     আলীকদম উপজেলা      মোট জনসংখ্যা  ৬৩৭৯৯ জন        পুরুষ  ৩৩৩১৫ জন       মহিলা ৩০৪৮৪ জন       খানা  ১২৭০৮টি     খানার আকার ৪.৭৩      সাক্ষরতার হার (৭ বছর এবং তার বেশি)  ৫৭.১৪%  (জনশুমারি প্রাথমিক প্রতিবেদন ২০২২)      মোট জনসংখ্যা    আলীকদম ইউনিয়ন ২৩৪৮৮ জন         চৈক্ষ্যং ইউনিয়ন ১৮১২৩ জন        কুরুকপাতা ইউনিয়ন ১১২১৭ জন        নয়াপাড়া ইউনিয়ন ১০৯৭২ জন    বাংলাদেশের       মোট জনসংখ্যা ১৬,৯৮,২৮,৯১১ জন (জনশুমারি প্রা. প্রতিবেদন ২০২২)        সাক্ষরতার হার (৭ বছর এবং তার বেশি) ৭৪.৬৬%       মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) ৫৫.৮৯%        ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর বা তার বেশি) ৩০.৬৮%  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

উপজেলা পরিসংখ্যান কার্যালয়

আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।

 www.bbs.alikadam.bandarban.gov.bd

সিটিজেন চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি)

ভিশন:

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও জনকল্যাণে আধুনিক পদ্ধতিতে পরিসংখ্যান প্রস্তুত এবং উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তা বিশ্লেষণ, সংরক্ষন ও প্রকাশ এবং জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা লাভ। 

মিশন

  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সঠিক ও মানসম্মত এবং সময়উপযোগী উন্নত তথ্য প্রযুক্তি নির্ভর পরিসংখ্যান প্রস্তুত;

■  দেশের উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে বিভিন্ন মন্ত্রণালয় এবং নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক এবং সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনজিও, বিভিন্ন উন্নয়ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া ও সিদ্ধান্ত গ্রহণকারীদের চাহিদা মোতাবেক উপাত্ত সরবরাহ;

■  প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি;

■  পেশাদারীত্ব প্রতিষ্ঠা।

ক ও খ) নাগরিক ও প্রাতিষ্ঠানিক সেবা

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন ও ই-মেইল

০১

জনসংখ্যার প্রত্যয়নপত্র

 

 

 

 

আবেদন প্রাপ্তির পর রেকর্ডভূক্ত করে আবেদনকারীকে রেকর্ডভূক্তির ইস্যু নম্বর প্রদান করা হয়। অতঃপর আবেদনপত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়।

 

নির্দেশিত হয়ে দায়িত্বে নিয়োজিত কর্মচারী যাচাই বাছাই করে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যান কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারীকে তথ্য প্রদান করা হয়। 

 

 

 

 

০১) তথ্য অধিকার আইন ও বিধি অনুযায়ী তথ্য প্রাপ্তির নির্দিষ্ট আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।

 

০২) তথ্যের আবেদন ফরম তথ্য কমিশনের ওয়েবসাইট হতে অথবা কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা হতে বিনামূল্যে সংগ্রহ করা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিনামূল্যে

 

(তবে সিডি/ডিস্কে সরবরাহের ক্ষেত্রে ডিস্ক/সিডির মূল্য নগদ পরিশোধ করতে হবে)

 

 

 

 

 

 

 

 

 

 

 

১-৩ কর্মদিবস

 

 

 

 

 

 

 

 

 


পরিসংখ্যান কর্মকর্তা

উপজেলা পরিসংখ্যান কার্যালয়

আলীকদম, বান্দরবান। 

মোবাইল : ০১৫৫০০৪১৬১০

ই-মেইল : bbsalikadam@gmail.com

 

০২

আদম শুমারির তথ্য

০৩

কৃষি শুমারির তথ্য

০৪

অর্থনৈতিক শুমারির তথ্য

০৫

খাদ্য তথ্যভাণ্ডার শুমারির তথ্য

০৬

বস্তি শুমারির তথ্য

০৭

ভাইটাল স্ট্যাটিসটিকস

০৮

মূল্য ও মজুরি সংক্রান্ত তথ্য

০৯

প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংক্রান্ত তথ্য

১০

স্বাস্থ্য ও জনতত্ত্ব সংক্রান্ত তথ্য

১১

শ্রমশক্তি ও শিশু শ্রমের তথ্য

১২

জেন্ডার স্ট্যাটিসটিকস

১৩

শিল্প পরিসংখ্যান

১৪

খানার আয়-ব্যয় সংক্রান্ত তথ্য

১৫

ভোক্তার মূল্য সূচক জরিপ (CPI)

১৬

জিডিপির প্রবৃদ্ধির হার

১৭

মাসিক কৃষি মজুরির হার

১৮

পরিবেশ পরিসংখ্যান

১৯

দারিদ্র্য পরিসংখ্যান

২০

বন, মৎস, গবাদি পশু ও হাঁস-মুরগী প্রাক্কলন জরিপ

২১

ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান

২২

প্রধান প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরচ

২৩

টোব্যাকো সার্ভে সংক্রান্ত তথ্য

২৪

নারীদের অবস্থান সম্পর্কিত জরিপ

২৫

মা ও শিশু পরিসংখ্যান

২৬

ডিস্ট্রিকস স্ট্যাটিসটিকস

২৭

প্রবাস আয় ও বিনিয়োগ জরিপ

২৮

দাগগুচ্ছ জরিপ

২৯

জিও কোড হালনাগাদকরণ

৩০

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসীদের তথ্য

 

গ) আভ্যন্তরীণ সেবা

ক্র. নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ফোন ও ই-মেইল

০১.



০২.



০৩.  

  শ্রান্তি ও  বিনোদন ছুটি মঞ্জুরি



  সাজ পোশাক 



  প্রসূতি ছুটি মঞ্জুরি

 

 

 

আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক

 

 

 

হিসাব শাখা কর্তৃক চাহিত প্রয়োজনীয় কাগজপত্রাদি

 

 

 

বিনামূল্যে

 

 

 

৩-৭ কর্মদিবস

 


পরিসংখ্যান কর্মকর্তা

উপজেলা পরিসংখ্যান কার্যালয়

আলীকদম, বান্দরবান। 

মোবাইল : ০১৫৫০০৪১৬১০

ই-মেইল : bbsalikadam@gmail.com




বিকল্প কর্মকর্তা :  

শাহজাহান

পদবি : পরিসংখ্যান তদন্তকারী (এসআই)  

মোবাইল : +৮৮০১৮১৩২৫৬৭৩৮ 

ইমেইল : shazahancoxian@gmail.com


 



আপিল কর্তৃপক্ষ :

 মো. শাহাজাহান

উপপরিচালক (অ.দা.)

জেলা পরিসংখ্যান কার্যালয়, বান্দরবান। 

ফোন : ০৩৬-১৬২৩৪৭, মোবাইল : ০১৫৫০০৪১৬১০

ই-মেইল : ddbandarbarbbs@gmail.com

গুগল ম্যাপে উপজেলা পরিসংখ্যান অফিস, আলীকদম ঠিকানার লিংক  >> গুগল ম্যাপে উপজেলা পরিসংখ্যান অফিস, আলীকদম