টেকসই উন্নয়ন অভীষ্ট '২০৩০' এর ৪র্থ অভীষ্ট 'গুনগত শিক্ষা' সূচকে বাংলাদেশের অবস্থান নির্ণয়ের নিমিত্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কতৃক 'টেকসই উন্নয়ন অভীষ্ট পরিবীক্ষণে প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ (LAS)' শীর্ষক জরিপ কার্যক্রম বান্দরবানসহ সারা দেশের প্রতিটি জেলায় ৬৪টি পিএসইউ ( PSU-Primary sample unit) এ গত ১ মার্চ ২০২৩খ্রি. তারিখ থেকে শুরু হয়ে যা আগামী ২০ মার্চ ২০২৩খ্রি. তারিখ পর্যন্ত চলবে। উক্ত জরিপের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট পরিবীক্ষণে প্রায়োগিক সাক্ষরতা নিরূপণের জন্য খানা ভিত্তিক বিভিন্ন সূচকের তথ্য সংগ্রহ করা হবে। বান্দরবান জেলার আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি স্পটে আগামি ০১ মার্চ ২০২৩ খ্রি. থেকে ২০ মার্চ ২০২৩ খ্রি. পর্যন্ত ২০ দিনব্যাপী ডিজিটাল পদ্ধতি, CAPI (Computer Assisted Personal Interviewing) ব্যবহার করে উক্ত জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এতে জেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিস সমূহের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সরেজমিন তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।
(জরিপে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুণ, স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হোন)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস