আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী ১২ মে ২০২৩ সময় থেকে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ-২০২৩ এর মাস্টার ট্রেইনারগণের প্রশিক্ষণ শুরুর মধ্যদিয়ে মাঠ পর্যায়ে আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এর কার্যক্রম শুরু হবে। বিবিএস এর জনবল সংকটের কারণে ইতোমধ্যে বিবিএস বহির্ভূত জনবল যেন দ্রুত নির্বাচন করা যায় সেজন্য উপজেলা পর্যায়ে তথ্যসংগ্রহকারীর প্যানেল প্রস্তুতের জন্য পত্র প্রেরণ করা হয়েছে। পত্রানুযায়ী প্যানেল প্রস্তুতে বিবিএস এর বিভিন্ন কাজ তথা- এনএইচডি এর ডিইও, MICS, HIES, জনশুমারি ও গৃহগণনা ২০২১ ইত্যাদিতে সফলভাবে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়ার জন্য বলা হয়েছে। সর্বোপরি এ জরিপের তথ্য সংগ্রহের গুনগত মান নিশ্চিতে তথ্যসংগ্রহকারীকে আবশ্যিকভাবে অভিজ্ঞ ও স্মার্ট হতেই হবে। কেননা মানসম্পন্ন তথ্যসংগ্রহকারী ব্যতীত গুনগত তথ্য সংগ্রহ কখনোই সম্ভব নয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস